Tokyo Olympics LIVE : ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন সিন্ধু, হকিতে সেমিফাইনালে পৌঁছল ভারত !

0
315

অমিত শর্মা, নয়া দিল্লি : ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন সিন্ধু। চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে পেলেন ২১-১৩, ২১-১৫ ব্যবধানে জয়। প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে ২টি পদক জিতলেন পিভি সিন্ধু।

গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৩-১ গোলে গোলে জয়ী হল ভারত। সেমিফাইনালে পৌঁছল ভারতীয় হকি দল।

পুরুষ হকির সেমিফাইনালে পৌঁছল বেলজিয়াম। স্পেনকে ২-১ গোলের ব্যবধানে হারাল তারা।

টোকিও গেমস ভিলেজে মদ্যপান করে উচ্ছ্বাস দেখিয়ে কোভিড ১৯ বিধি ভাঙা অ্যাথলিটদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আয়োজক কমিটি।

কেটি লেডেক

টোকিও অলিম্পিকে ২টি সোনা জেতায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা সাঁতারু হিসেবে ব্যক্তিগত ৬টি অলিম্পিক সোনা দখলে এল কেটি লেডেকি-র। টোকিও অলিম্পিকে তিনি মোট চারটি পদক জিতলেন। প্রথম মহিলা সাঁতারু হিসেবে টানা তিনটি অলিম্পিকে ৮০০ মিটার ফ্রিস্টাইলে তিনি সোনা জেতেন। তিনিই পঞ্চম মার্কিন সাঁতারু যাঁর ঝুলিতে ১০টি অলিম্পিক পদক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here