LIVE : সময়ের কিছু আগেই আছড়ে পরল ঘুর্ণিঝড় “ইয়াস” ! সময়ের কিছু আগেই আছড়ে পরল ঘুর্ণিঝড় “ইয়াস” ! চলবে এই তান্ডব ! ঢেউ ছুঁল নারকেল গাছের মাথা

0
590

সুজন মাইতি , কলকাতা : নির্দষ্ট সময়ের কিছু আগেই আছড়ে পরল ঘুর্ণিঝড় “ইয়াস”। বালেশ্বর দক্ষিনে আছড়ে পরল ল্যান্ডফল জানাল আলিপুর হাওয়া অফিস। ঢেউ ছুঁল নারকেল গাছের মাথা।

ধামড়া -বালেশ্বরের মধ্যে ল্যান্ডফল। গার্ড ওয়াল টপ্পলে ঢুকছে সুমুদ্রের জল। হলদিয়া নদিতেও জলচ্ছাস। কয়েকঘন্টা ধরে চলবে এই ল্যান্ডফল। জলের স্রোতে। সুমুদ্রের জলে প্লাবিত মন্দারমনি। উওপকূলবর্তী এলকার গ্রাম গুলিতে জল ঢুকতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here