IPL হতে পারে দর্শকশূন্য মাঠেই ,এ বছর টুর্নামেন্ট করাতে মরিয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ !

2
1273

IPL হতে পারে দর্শকশূন্য মাঠেই ,এ বছর টুর্নামেন্ট করাতে মরিয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ !

BAHRS GLOBAL NEWS, 10 JUN 2020
তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : আইপিএল এ বছর না হলে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআই কে ৷ অপরদিকে এখনো টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে এখনও কোনও সিদ্ধান্তেই আসতে পারেনি আইসিসি৷ তাই আইপিএলে হওয়ার সম্ভাবনা এখনও জিয়ে রয়েছে ৷
অপররদিকে বিসিসিআই যে আইপিএল এ বছর করার ব্যাপারে মরিয়া, তা বুধবার বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিঠিতেই স্পষ্ট করেছে৷ বিসিসিআই এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে। অপরদিকে বিশ্বকাপ নিয়ে আইসিসি এখনও কোনও স্পষ্ট সিদ্ধান্তে আসতে না পারলেও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় চাইছেন যে ভাবেই হোক আইপিএল এ বছর বাতিল যেন না হয় ৷
তার জন্য প্রয়োজনে দর্শকশূন্য মাঠেই আইপিএল আয়োজনের চিন্তাভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ তিনি জানান, আইপিএল এ বছর না হলে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআই কে ৷ বুধবার সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর কাছে পাঠানো চিঠিতে সৌরভ লিখেছেন, এ বছরই আইপিএল আয়োজন করার আমরা সব রকম চেষ্টা করছি। দর্শকশূন্য মাঠেও যদি খেলা আয়োজন করতে হয়, সেটাই করা হবে।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here