ICSE ও ISC-র ফল প্রকাশ আজ, কীভাবে জানবেন নিজের ফলাফল দেখে নিন !

22
494

ICSE ও ISC-র ফল প্রকাশ আজ, কীভাবে জানবেন নিজের ফলাফল দেখে নিন !

BAHRS GLOBAL NEWS, 10 JUL 2020
পিয়ালী সিনহা, নয়া দিল্লি : শুক্রবার প্রকাশিত হতে চলেছে .. রেজাল্ট। আগেই কাউন্সিল আদালতে জানিয়েছিল ১৫ জুলাই এর মধ্যেই তারা আই সি এস ই (ICSC ) ও আই এস সির (ISC) ফল প্রকাশ করবে। তার আগেই ১০ জুলাই অর্থাৎ আজ রেজাল্ট ঘোষণা করতে চলেছে কাউন্সিল ৷কাউন্সিলের দুই সরকারি ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট ৷
নেওয়া যাবে প্রিন্টআউটও ৷ এসএমএসেও রেজাল্ট জানা যাবে বলেছে জানিয়েছে বোর্ড ৷ দুপুর তিনটেয় ওয়েবসাইটে ফলপ্রকাশ করবে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন । করোনা আবহে এবার পড়ুয়াদের জন্য ডিগিতালিযে মার্কশিটের ব্যবস্থা করেছে বোর্ড ৷
এসএমএসে রেজাল্ট পেতে হলে ফোনের মেসেজ বক্সে গিযে ICSE বা ISC লিখে একটা স্পেস দিয়ে নিজের 7 ডিজিট আইডি নম্বর লিখে মেসেজটি পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে ৷ এছাড়াও রেজাল্ট দেখতে পাওয়া যাবে www.cisce.org  এবং  www.results.cisce.org-এ সাইটে ৷
লগ ইন করার পর ISC না ICSE’এর ফলাফল জানতে চান, তা নির্দিষ্ট করে পরীক্ষার্থীর ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index No.) দিলেই রেজাল্ট স্ক্রিনে চলে আসবে ৷ করোনা আবহে এবার পড়ুয়াদের জন্য Digitalize মার্কশিটের ব্যবস্থা করেছে বোর্ড ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here