COVID-১৯ : আগামিকাল বিকেল থেকে কলকাতা শহর লকডাউন ঘোষণা রাজ্য সরকারের !
BAHRS GLOBAL NEWS, 22 MAR 2020 তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : করোনা সংক্রমণ রুখতে কলকাতা সহ রাজ্যেরসব পুরশহর লকডাউন করার কথা ঘোষণা করল রাজ্য সরকার। আগেই কেন্দ্র প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েই করোনা ভাইরাস মোকাবিলায় সব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে রাজ্য সরকার। তবে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামিকাল অর্থাৎ সোমবার বিকেল থেকেই কলকাতা সহ রাজ্যের সব পুরশহর লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। কেন্দ্রের প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমিক qপর্যায়ে ৭ দিন লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। মিলবে শুধু মাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা। রাজ্যবাসীকে সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশে সবরকম ট্রেন পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ৩১ মার্চ পর্যন্ত দেশের কোনও প্রান্তে কোনও ট্রেন চলাচল করবে না। বন্ধ থাকবে মেট্রো পরিষেবাও। বন্ধ করে দেওয়া হয়েছে বাস পরিষেবাও। আন্তঃরাজ্য বাস পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্যের ট্রাক ছাড়া কোনও পণ্যবাহী ট্রাক রাজ্যে প্রবেশ করবে না বলে জানানো হয়েছে।
কেন্দ্রের নির্দেশ মেনেই আজ থেকে বন্ধ হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। শুধু কলকাতা নয় দেশের ৭৫টি জেলায় লকডাউনের প্রস্তাব দেয় কেন্দ্র। তারপরেই এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। জনতা কার্ফুর মত পরিস্থিত থাকলে সংক্রমণ অনেকটাই এড়ানো যাবে বলে জানানো হয়েছে।