বিকাশ সিং, কলকাতা : রবিবার অর্থাৎ আজ জগমোহন ডালমিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা শুরু হল ক্রিকেটারদের জন্য এবার টিকাকরণ কর্মসূচি। যদিও এর আগে সিএবি তাদের সঙ্গে যুক্ত এবং ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁরা তাঁদেরকেই টিকা দিয়েছিল।
তালিকায় ছিলেন কমিটির সদস্য থেকে আম্পায়ার, মালি, স্কোরার, অবর্জারভার এবং কর্মচারী। এবার ফোকাসে মূলত ১৮-৪৫ বছরের মধ্যে থাকা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। আজ বিভিন্ন বয়সের বহু ক্রিকেটার আজ টিকা নিয়েছে। মূলত সিএবি শহরের দুই বেসরকারি হাসাপাতালের সঙ্গে হাত মিলিয়ে এই টিকাকরণ কর্মসূচি চালাচ্ছে। এক একটি সেন্টারে ১২০ জনকে টিকা দেওয়া হবে।