অমিত শর্মা, নয়াদিল্লি : অসমে নিহত হল ধর্ষণে অভিযুক্ত দুই। পুলিশি হেপাজত থেকে পালানোর সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই দুজননের। এই দুই এনকাউন্টারটি হয় দুই জায়গায়। একটি মঙ্গলবার রাতে ও বুধবার সকালে। একটি গুয়াহাটি ও উদলগিরিতে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, উদলগিরিতে এনকাউন্টারে মারা যায় ৩৮ বছরের রাজেশ মুন্ডা। অভিযোগ, সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করেছে ওই ব্যাক্তি। অভিযুক্ত পুলিশ হেপাজত থেকে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যায়।
অন্যদিকে , মঙ্গলবার রাতে বিকি আলিকে গুয়াহাটির ঘটনাস্থলে পুননির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তাকে ঘিরে ছিল পুলিশ বাহিনী। এরপরেই অভিযুক্ত পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে পুলিশের এনকাউন্টারে সেখানেই লুটিয়ে পড়ে অভিযুক্ত। ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ছিল বিকির বিরুদ্ধে। ওই ধর্ষণ কান্ডে বিকির সঙ্গে আরও তিনজন ছিল ওই কান্ডে।