অনুশিবা সেন, জলপাইগুড়ি : সোমবার প্রায় ১.৫ কেজি ওজনের নকল সোনার বার সহ দু’জনকে গ্রেপ্তার করল এনজিপি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তরা হলেন আসামের বাসিন্দা জমির আলি এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা আরফান শেখ৷
পুলিশ একটি গোপন সংবাদ পেয়ে সোমবার তিনবাত্তি মোড় এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে সেখানে উপস্তিত ৩ আসামির মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশের জানায়, তারা শিলিগুড়ির এক ব্যবসায়ীর কাছে ২০ লক্ষ টাকায় নকল সোনার বার বিক্রি করার পরিকল্পনা করেছিল।
গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তি জানায়, তারা জমি চাষ করার সময় মাটি থেকে ওই সোনারবার পায়। এরপর আসামে ভালো দাম না পাওয়ায় তারা সেগুলো বিভিন্ন রাজ্যে বিক্রি করার চেষ্টা করছিল।