১,৪৭,৩৫০ কোটি টাকা ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করে কেন্দ্রকে নিশানা সাংসদ ডেরেকের !
BAHRS GLOBAL NEWS, 19 JUL 2020
পিয়ালী সিনহা , নয়া দিল্লি : ভারতে ২৪২৬ জন লুট করেছেন ১,৪৭,৩৫০ কোটি টাকা। সেই ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তালিকায় রয়েছে ৩৩ টি ব্যাঙ্কের নাম। ডেরেক জানিয়েছেন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এই তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা তিনি নিজের টুইটারে শেয়ারও করেছেন।
গত বছরের ৩০ সেপ্টম্বর পর্যন্ত দেশে ২৪২৬ জন ঋণখেলাপি আছে বলে জানিয়েছেন তিনি। ডেরেকের অভিযোগ এরা সবাই ১,৪৭,৩৫০ কোটি টাকা লুট করেছে। অভিযোগের সমর্থনে ২ টি তালিকা প্রকাশ করেছেন ডেরেক। একটি ঋণখেলাপিদের তালিকা। আর অপরটি হল কোন ব্যাঙ্ক-এর কত কোটি পাওনা রয়েছে, তার তালিকা।
https://twitter.com/derekobrienmp/status/1284461326522343427?s=20
i like this super post