হাওয়া অফিসের ৩ দিনের জন্য অতিভারী বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গ জুড়ে, জারি অরেঞ্জ ওয়ার্নিং
BAHRS GLOBAL NEWS, 18 JUL 2020 সুমিত মজুমদার , কলকাতা : উত্তরবঙ্গ জুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস । ১৯ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে সবকটি জেলাতেই অতিবৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। অতি বৃষ্টির জেরে ভূমিধসের পাশাপাশি নিচু এলাকা প্লাবিত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
মধ্যে কয়েকদিনের বিরতিতে মৌসুমী অক্ষরেখা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করেছে। এবার ফের হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার অবস্থান। ফলে ১৯ থেকে ২১ জুলাইয়ের মধ্যে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আগামী ২৪ ঘন্টার দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরের ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। প্রায় সবকটি জেলার কোনও কোনও জায়গায় অতিবৃষ্টিরও পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস।