হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া গেল ভারতে, দেখতে উপচে পড়া ভিড় ! দেখুন সেই ভিডিও
BAHRS GLOBAL NEWS, 27 JUL 2020 নিজস্ব সংবাদদাতা,ওড়িশা : ভারতের রাজধানী থেকে ১৯৬ কিলোমিটার দুরে ওড়িশা রাজ্যে বালাসোর জেলার সুজনপুর গ্রামের বাসিন্দারা রবিবার একটি হলুদ বর্ণের কচ্ছপ দেখতে পায়।
উদ্ধার হওয়া এই কচ্ছপ নিয়ে ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ভানু মিত্র আচার্য সংবাদ মাধ্যমকে জানান উদ্ধার হওয়া কচ্ছপের পুরো শরির হলুদ। এটি একটি বিরল কচ্ছপ, আমি এর আগে এমন কচ্ছপ কখনও দেখিনি।
এরপরে স্থানীয় বাসিন্দারা ওই বিড়ল প্রজাতির কচ্ছপটিকে বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে ডেকে কচ্ছপ তাদের হাতে তুলে দেয়।এদিন এই হুলুদ রঙের কচ্ছপটিকে দেখতে গ্রামের বহু মানুষ ভিড় জমায়।