তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : বাংলা দলের প্রাক্তন ক্যাপ্টেন বর্তমানে ২০২১-এর বিধানসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থায় প্রথম বাড়েই মন্ত্রী সভার রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন মনোজ তিওয়ারি। এরপর বসে না থেকে রাজনিতির মাঠে নেমে পরেছেন মানুষের পরিসেবায়।
মন্ত্রীত্ব হওয়ার পর লকডাউন হোক বা ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে। এবার করোনা রোগীদের সাহায্যে সিটিজেন্স রেসপন্স -এর সঙ্গে হাতে হাত মিলিয়ে ২৪ ঘণ্টার অক্সিজেন পরিষেবা চালু করলেন মনোজ তিওয়ারি। তাঁর বিধানসভা কেন্দ্র শিবপুরবাসীর বাড়িতে বাড়িতে ‘অক্সিজেন অন হুইলস’-এর মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেবেন তিনি।
শুক্রবার টুইট করে এই ঘোষণা করে দিলেন মনোজ। তিনি বলেন ‘অক্সিজেন অন হুইলস’ আর ভয় নেই, এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনের ভিত্তিতে ২৪ ঘণ্টা এবার থেকে বাড়ি বাড়ি অক্সিজেন পরিষেবা পৌঁছে দেব আমরা। মনোজ তিওয়ারি সবসময় আপনার সাথে, আপনার পাশে।”
Zwsthb Plaquenil outermost layer surrounding the uterus Mnjxkk