অমিত শর্মা, নয়া দিল্লি : ইতি মধ্যে কর্ণাটকে কোরনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছে। সরকারের করোনা বিধি মেনে স্কুল খুলতেই স্কুল খোলার পাঁচ দিনের মধ্যেই কর্ণাটকের ২৫ শিক্ষক-শিক্ষিকার করোনা ধরা পড়ল৷ শুধু বেলাগাভি জেলাতেই ১৮ জন শিক্ষক-শিক্ষিকার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷
এই ঘটনায় একাধিক পড়ুয়ার পাশাপাশি অভিভাবকদের মনেও ভয় ধরেছে৷ এক কলেজ পড়ুয়ার বাবা বলেন, কেউ শিক্ষার গুরুত্ব অস্বীকার করছে না৷ কিন্তু তাবলে তা সন্তানের জীবনের বিনিময় নয়৷ আমি জানি না, কেন সরকার স্কুল চালাতে মরিয়া।
বেলগাভির ডেপুটি কমিশনার এমজি হীরেমথ সংবাদ মাধ্যমকে জানান, বেলাগাভির ১৮ জন শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি চিক্কোড়ির চার জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ কর্ণাটকের মেডিক্যাল শিক্ষামন্ত্রী ডাক্তার কে সুধাকর বলছেন,”শুধু দশম শ্রেণিতে প্রায় ১০ লক্ষ শিক্ষার্থী রয়েছে।
কিছু সতর্কতা সত্ত্বেও কর্মীদের মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের আইসোলেশনে পাঠিয়ে চিকিৎসা চলছে। পরিস্তিতির ওপর নজর রাখা হয়েছে।