সূর্যগ্রহণের পরবর্তী ২৪ ঘন্টায় এই সকল কাজ ভুলেও করবেন না, না হলে হতে পারে চরম দুর্ভোগ !
BAHRS GLOBAL NEWS, 21 JUN 2020 পিয়ালী সিনহা , নয়া দিল্লি : আজ ২১ জুন রবিবার ২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ । ভারতীয় সময় অনুসারে, এই সূর্যগ্রহণ সকাল ৯ টা বেজে ১৫ মিনিট থেকে শুরু হয়ে বেলা ৩টা বেজে ০৪ মিনিট পর্যন্ত থাকবে। এর জন্য সূচণা হয়েছে ২০ জুন শনিবার রাত ৯ টা বেজে ১৬ থেকে।
এটি এই বছরের দীর্ঘতম সূর্যগ্রহণ হবে। এই সূর্যগ্রহণের আগে ২১ জুন ২০০১ সালে হয়েছিল। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহণ চলাকালীন যেমন বিধি নিষেধ রয়েছে, ঠিক সেরকমই গ্রহণের পরবর্তী ২৪ ঘন্টায় মেনে চলা উচিত কিছু নিয়ম। যা হয়তো অনেকেরই অজানা।
জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রের সেই নিয়মগুলি
গ্রহণের পরের ২৪ ঘন্টায় কোনও জিনিস কখনওই কাউকে দান করা উচিত নয়।
সূর্যগ্রহণের পরবর্তী ২৪ ঘন্টায় দান করলে তা আপনার এবং পরিবারে অশুভ প্রভাব ফেলতে পারে।
সূর্যগ্রহণের পরবর্তী ২৪ ঘন্টায় নষ্ট হয়ে যাওয়া ঝাঁটা বাইরে ফেলে দেবেন না।
ঘরের নোংড়া দূর করে আমাদের ঘর পরিস্কার রাখে ফলে একে মহালক্ষ্মীর প্রতীক বলে বিশ্বাস করা হয়।
পরিবারের বাইরের কাউকে সূর্যগ্রহণের পরবর্তী ২৪ ঘন্টায় অর্থ দেওয়া উচিত নয়।
বৃহস্পতি সৌভাগ্য নিয়ন্ত্রণ করে, আর হলুদ রঙ বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত।
তাই সূর্যগ্রহণের পরবর্তী ২৪ ঘন্টায় হলুদ দান করলে বৃহস্পতি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে যার ফলে দুর্ভাগ্য বাড়তে পারে।