বিকাশ সিং , কলকাতা : সুন্দরী অভিনেত্রী ‘র লাস্যে মাতলো গোটা নেট পাড়া। টলিউডের খ্যাতনামা অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য্য ওরফে রাই এর লাস্যে পাগল গোটা নেট দুনিয়া। সম্প্রতি তার একটি ইন্স্টাগ্রাম এর রিলস ভিডিও নেট পাড়ায় প্রচন্ড পরিমানে সারা ফেলে।
তার লাস্যময়ী রূপে গোটা নেট পাড়া পাগল একে বারে। সম্প্রতি টলি নায়িকা দেবশ্রী ওরফে রাই সুন্দরীর অভিনীত একটি সিনেমা “সব চরিত্র তোমার আমার ” সিনেমা হল গুলো তে চলছে , এবং তা তিন মাস অতিক্রান্ত হয়েও সিনেমা হলে চলছে সগৌরবে। আর হবেই না কেন, সুন্দরী নায়িকা কে দেখার জন্য দর্শক তো হল মুখী হবেই।

এর আগেও নায়িকা দেবশ্রী কে দেখা গেছে ” মায়াজালের খেলা ” , ” অন্তরালে ” সিনেমা তে দক্ষতার সাথে অভিনয় করতে। এছাড়াও তাকে SOS KOLKATA সিনেমা তেও মুখ্যমন্ত্রী ‘র চরিত্রে অভিনয় করে বিশেষ নজর কারতে দেখা যায়।

ছোট পর্দার মেগা সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করে , তার অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে আজ বড় পর্দাতে নায়িকা হিসাবে দক্ষতার সাথে অভিনয় চালিয়ে যাচ্ছেন দেবশ্রী ওরফে রাই সুন্দরী।