সিবিএসই-র পথে হেঁটে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করল রাজ্য সরকার !
BAHRS GLOBAL NEWS, 26 JUN 2020 তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।করোনা সংক্রমণ বেড়ে চলায় সিবিএসই-র পথে হেঁটে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বাতিল করল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জুলাই মাসের ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
২, ৬ এবং ৮ জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা গুলি বাতিল করার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। সিবিএসই-র পথে হেঁটে আইসিএসই পরীক্ষাও বাতিল করে দিয়েছে। তবে এক্ষেত্রে দশম এবং দ্বাদশ শ্রেণি দুটি ক্ষেত্রেই পুরো পরীক্ষা বাতিল করা হয়েছে। তাঁদের ঐচ্ছিক পরীক্ষা নেওয়া হয়নি।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। তবে ঠিক কবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে সেটা পরে জানানো হবে। উচ্চ শিক্ষা পর্ষদ এবং বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাতিল পরীক্ষার মূল্যায়ণ কীভাবে হবে সেটা পরে জানানো হবে। উচ্চশিক্ষা পর্ষদ বিধি তৈরি করে সিদ্ধান্ত জানাবেন।
গতকালই সুপ্রিম কোর্টের মামলার পরিপ্রেক্ষিতে সিবিএসই- বোর্ডের পক্ষ থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের কথা জানানো হয়েছিল। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে পরীক্ষা দেওয়া ঐচ্ছিক করা হয়েছে। অর্থাৎ পরীক্ষার্থীরা চাইলে পরীক্ষা দিতে পারেন।
Психолог онлайн. Консультация Прием психолога? – 5910 врачей,
7399 отзывов.
сериалы тут смотреть онлайн
Site
смотреть видео онлайн