সাগরদ্বীপে ভূমি ছুঁলো আস্ফান ! তান্ডব চলবে প্রবল,সুন্দরবনে বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে
BAHRS GLOBAL NEWS, 20 MAY 2020 তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে দুপুর ৩টে নাগাদ সাগরদীপে মাটি ছুঁয়েছে সুপার সাইক্লোন আমফান । আর এতেই হয়তো বেঁচে গেল দীঘা আমফানের কোপ থেকে। ১৬০ থেকে ১৭০ কিলোমিটার বেগে বইছে ঝড়। পিরো প্রক্রিয়া শেষ হতে ৪ ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
পূর্ব কলকাতায় গা ঘেঁসে বেরোবে আম্ফান। সুন্দরবনে বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে। আতঙ্কে বাড়ি ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা। দীঘায় শুরু হয়ে গিয়েছে প্রবল জলোচ্ছ্বাস।
এর আগে দীঘাতে ল্যান্ড ফলের কথা ছিল সিপার সাইক্লোন আম্ফানের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটু এগিয়ে সাগরদ্বীপের কাছে ভূমি ছুঁয়েছে আম্ফান। তার জেরে এবারের হয়তো প্রবল ক্ষতির হাত থেকে বেঁচে গেল দীঘা। তবে লেজের ঝাপটায় কতটা ক্ষতি হবে সেটা এখন আন্দাজ করা যাচ্ছে না।
এরই মধ্যে কলকাতায় আঁচ পড়তে শুরু করেছে সুপার সাইক্লোন আম্ফানের। তীব্র গতিতে বইছে ঝড়। তার সঙ্গে চলছে প্রচণ্ড বৃষ্টি চলছে। গোটা আকাশ কালো হয়ে গিয়েছে। রাস্তায় লোহার গার্ডওয়াল পড়ে গিয়েছে শহরের একাধিক জায়গায়। ইতিমধ্যেই গাছ পড়তে শুরু করেছে দুই ২৪ পরগনার একাধিক জায়গায়।