সপ্তাহের প্রথমদিনে ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত ৪২১৩ , মৃত্যু ৯৭ জনের !
BAHRS GLOBAL NEWS, 11 MAY 2020 পয়ালী সিনহা, নয়া দিল্লি : নভেল করোনা ভাইরাসে সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে গত ২৪ ঘন্টায় ৪২১৩। মৃত্যু হয়েছে ৯৭ জনের। সব মিলিয়ে ১১ মে সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন থেকে দেখা যাচ্ছে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬৭১৫২-তে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২০৬ জনের। তবে তাঁদের মধ্যে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ৪৪০২৯ জন।
সারা দেশে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২০৯১৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গত সপ্তাহে বলেছিলেন সারা দেশে প্রতিদিনই করোনায় পরীক্ষার সংখ্যা বাড়ছে। এদিকে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ১০ রাজ্যে যাচ্ছে কেন্দ্রীয় দল। এর মধ্যে রয়েছে গুজরাত, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ।