সদ্যোজাত শিশুকন্যার দেহ রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে পথ কুকুর!হাড়হিম করা দৃশ্য দেখে ফুসছে দেশ
অমিত শর্মা , নয়া দিল্লি : শুক্রবার দুপুরে দুই বন্ধু বাইকে চড়ে যাওয়ার সময় দেখতে পায় সদ্যোজাত শিশুকন্যার দেহ রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে পথ কুকুর। এরপরেই সঙ্গে সঙ্গে খবর দেয় স্থনীয় পুলিশকে।
এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বালাজিনগরে। এলবি নগরের ইনস্পেক্টর ভি অশোক রেড্ডি জানান, বালাজি নগর এলাকা থেকে খবর পাওয়ার পরেই সদ্যজাত শিশু কন্যার মৃত দেহটি উদ্ধার হয়েছে।
দেহ ওসমানিয়া জেনারেল হাসপাতালে সংরক্ষণ করে রাখা হয়েছে। শিশু দেহটি কোথা থেকে এল? দেহটি কীভাবেই বা কুকুরের নাগালে এল , তার পরিচয় কী, সব তথ্য জানার চেষ্টা চালানো হচ্ছে।
ওই দুই বাইক আরোহি জানান, শুক্রবার দুপুর ২ টো নাগাদ বাইক নিয়ে যাওয়ার সময় কামিনেনি উড়ালপুলের পাশে একটি কুকুর কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। সন্দেহ হওয়ায় বাইক থামিয়ে কাছে যান তাঁরা। আর তাতেই স্পষ্ট হয়, শিশুকন্যার দেহ টেনে নিয়ে যাচ্ছে কুকুরটি। এলবি নগরের ইনস্পেক্টর ভি অশোক রেড্ডি বলেন,
It’s awesome in support of me to have a web page, which is valuable in support of my knowledge.
thanks admin
Hi! I could have sworn I’ve been to this site before but
after looking at many of the articles I realized it’s new to me.
Anyhow, I’m certainly happy I came across it and I’ll be bookmarking it
and checking back regularly!
Very good article. I am dealing with a few of these issues as
well..
my page: چت روم دل انگیز