শিলিগুড়ি থেকে ফিরতেই শশুরবাড়িতে ঢুকতে না দেওয়ায় জামাই এর ঠাঁই হল শ্মসানে !
BAHRS GLOBAL NEWS, 19 JUL 2020 অনুশিবা সেন , জলপাইগুড়ি : ময়নাগুড়ির মৌলনীর বাসিন্দা গোবিন্দ সরকার শিলিগুড়ির বারে কাজ করেন ৷ মাদারিহাটের সরস্বতী সুত্রধরের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ তাঁদের দু’টি সন্তান রয়েছে ৷ শ্বশুরবাড়িতে থাকেন গোবিন্দ বাবু। লকডাউন শিথিল হতেই কাজের খোঁজে ফের শিলিগুড়ি যান তিনি।
করোনা সংক্রামণের কারনে তাঁকে সেখানে যেতে নিষেধ করা হয় শ্বশুরবাড়ি থেকে। কারওর কথায় কর্নপাত না কড়েই শিলিগুড়ি যান গোবিন্দবাবু ৷ এরপর শশুর বাড়ি ফিরতেই তাঁকে বাড়িতে ঢুকতে দেননি শ্বশুর ক্ষিতীশ সুত্রধর ৷ এরপর কোথাও কোনও ঠাঁই না পেয়ে তিনি এলকার একটি স্থানীয় শ্মশানে আশ্রয় নেন ৷
গোবিন্দবাবুর শ্যালক রাজেন সুত্রধরের অভিযোগ, শিলিগুড়িতে যাওয়ার পাশাপাশি আরও অন্যান্য বিষয় আছে ৷ আমার দিদির সঙ্গে বিয়ে হয়েছে কিন্তু তাঁর মদ্য পানের কারণে প্রায়ই অশান্তি হয় ৷ তাই জামাইবাবুর সঙ্গে দিদি সংসার করতে চায় না৷ অপর দিকে গোবিন্দবাবুর অভিযোগ, তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না ৷ এমনকী খেতে দেওয়া হচ্ছে না তাঁকে ৷