শিলিগুড়ির এসিপির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাতের চেষ্টা ! তদন্তে পুলিশ
অনুশিবা সেন, জলপাইগুড়ি : শিলিগুড়ির এসিপির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাতের চেষ্টায় চাঞ্চল্য ছড়াল পুলিশ মহলে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (East-1) স্বপন সরকারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে টাকা তোলার চেষ্টা করে দুস্কৃতীরা।
বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে সতর্ক করে দেন এসিপি স্বপনবাবু। এসিপির ফেসবুক প্রোফাইলের সমস্ত ছবি ব্যবহার করে দুষ্কৃতীরা একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে। অভিযোগ, সেই নকল অ্যাকাউন্ট থেকে মেসেজ করে স্বপনবাবুর চেনা পরিচিতদের কাছে টাকা চাইছিল দুষ্কৃতীরা।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (East-1) স্বপন সরকার
ঘটনার পর এসিপি স্বপন সরকার বলেন, আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমার এবং আমার পরিবারের সমস্ত ছবি ব্যবহার করে আমার চেনা পরিচিতদের কাছে মেসেজ করে টাকা চাওয়া হয়েছে।
অনেকেইসেই মেসেজগুলির স্ক্রিনশট পাঠিয়েছেন। কারও কাছে ২০ হাজার, আবার কারও কাছে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছে। তবে কেউ সেই ফাঁদে পা দেননি। সাইবার থানায় বিষয়টি জানিয়েছি।