BAHRS GLOBAL NEWS, 29 MAR 2020 শান্তি রঞ্জন দাস , রায়গঞ্জ : করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে দেশ জুড়ে চলছে লকডাউন আর এই লকডাউনে সবথেকে বেশি সমস্যার সন্মুখিন হতে হচ্ছে হাসপাতালের রোগীরা। কারন লকডাউনের ফলে বিভিন্ন সমাসসেবী সংগঠন ব্লাড ক্যাম্প করতে পারছেনা এরি জেরে দেখা দিয়েছে রক্ত সঙ্কট।
আর এই রক্ত সঙ্কটে সব থেকে সমস্যায় পড়েছে থ্যালাসেমিয়া রোগীরা।করোনা ভাইরাসে সংক্রামণের ভয় কে দুরে সড়িয়ে এক থ্যালাসেমিয়া রোগীকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত দান করল বিশিষ্ট সমাজসেবী মানবাধিকার সংগঠনের সদস্য বিশ্বদীপ চক্রবর্তী। তিনি বলেন ক্যাম্প না হওয়ার জন্য এই সময়টা ভিষন ভাবে রক্ত সংকট দেখা দিয়েছে তাই সকলেরি উচিত এই মহত দানে এগিয়ে আসা।
Great article.