লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষদের কাছে চাল ডাল আলু পাঠালেন রবীন্দ্র নাথ ঘোষ !
BAHRS GLOBAL NEWS, 28 MAR 2020 আমিত সরকার ,কোচবিহার : করনা প্রতিহত করতে দেশ জুড়ে চলছে লক ডাউন। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমে দিন আনা দিন খাওয়া মানুষদেরকে নিজের হাতে চাল ডাল আলু বিতরণ করছেন সেই চিত্র গতোকালই দেখতে পাওয়া গিয়েছে।
সেই কাজে অনুপ্রাণিত হয়ে আজ নিজের বাড়ির থেকে চাল ডাল আলু দৈনন্দিন খাবার প্রান্তিক অঞ্চলের মানুষদের কাছে পাঠালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।