লকডাউনের সময় শাড়িতে কিতকিত খেলে বৌমাকে জোর টক্কর ৮০ বছরের শাশুড়ির ! ভিডিও ভাইরাল
BAHRS GLOBAL NEWS, 06 APR 2020
নিজস্ব সংবাদদাতা, মুম্বই : লকডাউনের সময় বাড়ির সকলে একসঙ্গে রয়েছেন৷ নিজেদের মতো করে কাটাচ্ছেন এই অনিশ্চিত সময়৷ কঠিন সময়ে দিনদিন বাড়ছে উদ্বেগ৷ কিন্তু সময়টা কঠিন বলেই যে সব সময় দুঃশ্চিন্তা করতে হবে তেমন তো নয়৷ সচেতন থেকে লড়তে হবে করোনার বিরুদ্ধে৷ রাজনীতিক থেকে তারকা, সকলেই এই কথাই বলছেন৷ তাই এই সময় ঘরে থেকে মনোনিবেশ করতেই পারেন শরীরচর্চায়৷ ঠিক যেমন করছেন শাশুড়ি-বৌমা৷
বৌমার পোশাক ছোট হলেও, শাশুড়ি মা পরেছেন শাড়ি৷ কিন্তু তাতে তার শরীরচর্চায় কোনও সমস্যা নেই৷ কারণ তিনি দুরন্ত ফিট৷ কে বলবে তার বয়স ৮০ পেরিয়েছে৷ এই বয়সেও তিনি যথেষ্ট সাবলীল এবং শারীরিক ও মানসিক জোর মারাত্মক৷ সেই সময় করোনা নিয়ে আতঙ্কে ছড়িয়েছে এবং বিশেষ করে বয়স্কদের মধ্যে এর প্রভাব বেশি বলে জানা গিয়েছে, সেই সময়ও এই মহিলা আত্মবিশ্বাসে ভরপুর৷ তিনি বৌমার সঙ্গে ছাতে লাফিয়ে নিজের দমের পরীক্ষা নিচ্ছেন৷ এই মহিলা আর কেউ নন উষা সোমন, মিলিন্দ সোমানের মা৷
https://www.instagram.com/p/B-i2Bd9lDQd/?utm_source=ig_web_copy_link