BAHRS GLOBAL NEWS, 28 MAR 2020 তীর্থঙ্কর মুখার্জি,কলকাতা : পথ দেখিয়েছেন দলনেত্রী। সেই পথে নিয়েই এবার সচেতনতা প্রচারে পথে নামলেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ নুসরত জাহান। শনিবার সকালে তিনি যান চেতলা বাজারে। সেখানে সকাল সকালই বাজারে লোকজনের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। বাজারের দোকানিদের সঙ্গে কথা বলেন সাংসদ। সচেতন করেন সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলার জন্য। ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তিনি।
নুসরত নিজেও ছিলেন সতর্ক। মুখে মাস্ক, হাতে গ্লাভস পরেই বাজারে এসেছিলেন। লকডাউনে আঙ্কিত হয়ে ঘরে খাবার মজুত করার হুড়োহুড়ি যেন কেউ না করেন সেজন্য সকলকে অনুরোধ জানান তিনি। বাজারে দোকানিদের কাছ থেকে নিজেও বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিয়ে যান তৃণমূল সাংসদ। এদিন, মাস্ক তুলেদেন বাজারে অবস্থিত মানুষদের মধ্যে।
লকডাউনে ঘরবন্দি অবস্থায় থাকতে অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন। সেজন্য সকলকে ধৈর্য ধরে থাকার পরামর্শ দেন তিনি। এই সময় বাড়ির কাজে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল সাংসদ।
A loud smirch, which sooner cost Ivan Shadrin to slog away, occurred in 1912. On the pages of a neighbouring newspaper there were materials from a convergence of the New zealand urban area Duma, at which they discussed the creation of a special syphilitic clinic repayment for prostitutes http://crashreportingtools04319.csublogs.com/5509036/top-latest-five-Проститутки-Киева-urban-news#Проститутки (lowering was then allowed in Russia). Doctor Vasiliev, speaking to the deputies, ???????? ????? ????? ?????? ????? ?????, ????? ????? ?????????,???? ????? ????? ! | BG News criticized how the Nikolsk-Ussuriysk the fuzz controlled whoredom: each,
A loud smirch, which sooner cost Ivan Shadrin to slog away, occurred in 1912. On the pages of a neighbouring newspaper there were materials from a convergence of the New zealand urban area Duma, at which they discussed the creation of a special syphilitic clinic repayment for prostitutes http://crashreportingtools04319.csublogs.com/5509036/top-latest-five-Проститутки-Киева-urban-news#Проститутки (lowering was then allowed in Russia). Doctor Vasiliev, speaking to the deputies, ???????? ????? ????? ?????? ????? ?????, ????? ????? ?????????,???? ????? ????? ! | BG News criticized how the Nikolsk-Ussuriysk the fuzz controlled whoredom: each,
ivermectin pills for humans for sale https://stromectl.com/