লকডাউনের মধ্যেই আবারো রেল দুর্ঘটনা, লাইনচ্যুত ট্রেনে !
BAHRS GLOBAL NEWS, 11 MAY 2020 নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র : দেশ জুড়ে চলছে তৃতীয় পর্যায়ের লকডাউ আজ ১০ তম দিনে ভয়াবহ রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হল রেলের ৯ টি ওয়াগান। রবিবার বিকেল ৪ টে নাগাদ,খেদ-দিওয়ান খাউটি রুটের একটি মালগাড়ি এদিন লাইনচ্যুত হয়ে গিয়েছে।
মহারাষ্ট্রের রত্নাগিরিতে এই ঘটনাটি ঘটে। যার জেরে ওই রুটে ট্রেন চলাচল ব্যহত হয়। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালায় রেলকর্মীরা। কোঙ্কন রেলওয়ের তরফে জানানো হয় ওই ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য রেল চলাচল ব্যহত হয়।
এদিকে, যাত্রীবাহী ট্রেন চলবে মঙ্গলবার থেকে। রবিবার একথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে চলছে শ্রমিক স্পেশাল ট্রেন। সেসব ট্রেনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
প্রাথমিকভাবে দিনে ১৫ টি করে ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।এই ট্রেনগুলি চালানো হবে দিল্লি থেকে। রাজধানী শহর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে যাবে এইসব যাত্রীবাহী ট্রেন। ১১ মে বিকেল ৪ টে থেকে শুরু হবে রেলের বুকিং।