প্রজয় চক্রবর্তী, রায়গঞ্জ : সাংবাদিকের মূল কাজ বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহ এবং বিভিন্ন ধরনের তথ্য গণমাধ্যমে প্রেরণ করা। আর সেই কাজটা করতে গিয়েই বুধবার রায়গঞ্জ থানার অন্তর্গত কাচিমুহাতে এক পুলিশ কর্মীর হাতে আক্রান্ত হন সাংবাদিকরা।
কিন্তু রায়গঞ্জ থানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নজিরবিহীনভাবে ওই অভিযুক্তকে ওই পুলিশকর্মীকে সহজেই জামিন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। শনিবার এই নিয়ে অর্থাৎ পুলিশের ভূমিকার নিরপেক্ষ তদন্তের দাবিতে শিলিগুড়িতে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচী নিয়েছে উত্তরবঙ্গের প্রতিটি জেলার প্রেস ক্লাবের সদস্যরা।
উত্তরদিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র বলেন, সাংবাদিক নিগ্রহ কান্ডে অভিযুক্তকে জামিন পেতে রায়গঞ্জ থানা নজিরবিহীন পক্ষপাতিত্ব করেছে। পুলিশের এই ভূমিকায় বিস্মিত আইনজীবীরাও।
এছাড়াও রায়গঞ্জে অবস্থান বিক্ষোভ, জেলাশাসককে ডেপুটেশন ও পেনডাউন কর্মসূচী নেওয়া হয়েছে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের তরফে। অভিযুক্ত ওই পুলিশের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বুদ্ধিজীবী মহলেও।