রায়গঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃত ১! ২৪ ঘন্টায় মৃত্যু হলো ৩ জনের !
প্রজয় চক্রবর্তী, রায়গঞ্জ : করোনা রিপোর্ট পজেটিভ আসায় গত ৩০ সেপ্টেম্বর কালিয়াগঞ্জ থানার বাঘন বটতলির বাসিন্দা ১৭ বছর বয়েসী অভিষেক বেহেরা ভর্তি হয় রায়গঞ্জের মিক্কিমেঘা কোভিড হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল ওই কিশোরের।
শনিবার রাত ১২ টার নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎক। এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট ৩ জন প্রাণ হাড়াল। এরা প্রত্যেকেই কালিয়াগঞ্জের বাসিন্দা। এরা হলেন ৭৩ বছর বয়েসী অমল গুহ,১৪ বছর বয়েসী লক্ষ্মী দাস, ১৭ বছর বয়েসী অভিষেক বেহেরা।
ব্রাজিলকে পেছনে ফেলে ভারত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার জেরে ৬৫ লাখের মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে। গত ২৪ ঘণ্টা ৯৪০ জনের মৃত্যু হয়েছে দেশে। ৭৫,৮২৯ জন দেশ আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য পেশ করা হয়েছে। ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৫৫,০৯,৯৬৭ জন।