রাস্তায় পড়ে থাকা হাজার হাজার টাকা , করোনার ভয়ে ছঁয়েও দেখল না কেউ !
BAHRS GLOBAL NEWS, 07 MAY 2020 নিজস্ব সংবাদদাতা, বিহার : করোনা আক্রান্ত হওয়ার ভয়ে এবার রাস্তায় পড়ে থাকা হাজার হাজার টাকা ঘন্টার পর ঘন্টা পরে থাকলেউ করোনা ভয়ে ছুঁয়েও দেখলো না পথচারীরা । ঘটনাটি ঘটেছে বুধবার বিহারের সহরশা জেলার কোপা গ্রামে । গতকাল গ্রামে, গজেন্দ্র শাহ নামের অটো চালক তাঁর দ’উমাসের জমানো ২৫ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন বাড়ির জন্য টিনের শেড কিনতে ।
কিছুদুর যাওয়ার পরেই তিনি বুঝতে পারেন পকেট থেকে গুঠখা বের করার সময় সেখান থেকে ২০,৫০০ টাকা পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে তিনি ওই রাস্তা ধরে তিনি ফিরে আসেন কিন্তু কোথাও টাকা দেখতে পান না । বাড়ি ফিরে আসার পর গজেন্দ্রর এক প্রতিবেশী তাঁকে বলেন থানায় যেতে । কিশানগঞ্জ থানার পুলিশ কিছু টাকা উদ্ধার করেছে।
জগেন্দ্র থানায় ছুটে গেলে থানার পুলিশ তাঁকে জানান, স্থানীয়রা বা পথচারীরা কেউ ওই নোট ছুঁয়েও দেখেনি নি । তাঁদের ধারণা মতলব করে করোনা ছড়াতে ওই টাকা ফেলে রেখে গিয়েছে । এরপরেই ওই টাকা উদ্ধার করে আনে পুলিশ। যথাযথ প্রমাণ দেখিয়ে সেই টাকা ফেরত পায় পুলিশের কাছে।