পিয়ালী সিনহা ,কলকাতা : উত্তরবঙ্গের অন্যতম বড় বহুমুখী শিল্পকেন্দ্র হতে চলেছে কোচবিহারের মেখলিগঞ্জে। প্রায় ৩৫০ একর জমির উপর তৈরি হবে এই শিল্প। অবস্থানগত দিক থেকে মেখলিগঞ্জ বিনিয়োগকারীদের কাছে এখন অত্যন্ত আকর্ষণীয় এলাকা।
কোচবিহার জেলার অংশ হওয়ায় শিল্প স্থাপনে রাজ্যের সবথেকে বেশি কর ছাড় এবং অন্যান্য সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। ৩৫০ একর জমির উপর লজিস্টিক পার্ক, কৃষিভিত্তিক শিল্প সহ বিভিন্ন বহুমুখী শিল্পকেন্দ্র তৈরি হবে।
উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির কর্তা মান্না চৌধুরী বলেন, ডিসেম্বরের শেষদিকে গোটা দেশের ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের সরাসরি কথা বলিয়ে দেওয়ার জন্য আমরা একটি ভার্চুয়াল মিটিং করব। চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী জানান, শিল্পের জন্য প্রাথমিকভাবে যে ৩৫০ একর জমি চিহ্নিত করা হয়েছে,তার মধ্যে বেশির ভাগই পড়ে থাকা সরকারি জমি।
চিহ্নিত জমির মধ্যে ব্যক্তিগত মালিকানাধীন কিছু জমি আছে। প্রয়োজনে সেইসব জমি অধিগ্রহণ করা হতে পারে। উত্তরবঙ্গ সফরে এসে ওই শিল্পকেন্দ্র তৈরির কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।