মিজোরামের পর কুকুরের মাংস বিক্রি ও খাওয়া বন্ধ করল নাগাল্যান্ড সরকার !
BAHRS GLOBAL NEWS, 03 JUL 2020
পিয়ালী সিনহা , নয়া দিল্লি : শুক্রবার নাগাল্যান্ড সরকারের তরফে একটি ট্যুইটবার্তায় জানানো হয়, রাজ্যে রান্না করা বা না করা সমস্ত ধরনের কুকুরের মাংস বিক্রি ও খাওয়া বন্ধ করহয় হল। গত মার্চ মাসে মিজোরাম সরকারও কুকুরের মাংস কেনাবেচা বা খাওয়া নিষিদ্ধ করেছিল।
সম্প্রতি ইন্টারনেটে নাগাল্যান্ডের একটি কুকুর বিক্রির বাজারের ছবি ভাইরাল হওয়ার পর নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এরপরেই সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় কুকুরের মাংস বিক্রি ও খাওয়া বন্ধ করা হয়। উল্লেখ্য,কিছুদিন আগে একটা অস্বস্তিকর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
The State Government has decided to ban commercial import and trading of dogs and dog markets and also the sale of dog meat, both cooked and uncooked. Appreciate the wise decision taken by the State’s Cabinet @Manekagandhibjp @Neiphiu_Rio
— Temjen Toy (@temjentoy) July 3, 2020