পিঙ্কি শর্মা ,নয়াদিল্লি : রাতে সিগারেট খেতে ঘরের বাইরে বেরিয়ে জেক ডে মার্কো। তাকর পিছু পিছু তাঁর পোষ্য রাইডারও বেরয়। এরপর পোষ্যর জেক ডে মার্কো দেখে তাঁর পোশ্য ছুটোছুটি শুরু করেছে। তিনি জানান, দেখে মনে হচ্ছিল কারও সঙ্গে খেলছে। কিন্তু রাতে সাধারণত রাইডার এরকম করেনা।
ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছিলো না জেক। সিগারেট শেষ হতেই ঘরে ঢোকেন। সন্দেহ হওয়ায় ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি। সেটা দেখতে গিয়েই আঁতকে ওঠেন জেক। ওখানে দেখেন তাঁর পোশ্য রাইডার সাদা রঙের কুকুরের অবয়বের সঙ্গে ছুটে বেড়াচ্ছে।
কোর্টস নিউজ এজেন্সি-র কাছে জেক দাবি করেছেন, তাঁর বাড়ির চারপাশে উঁচু পাঁচিল। কোনও ভাবেই সেই পাঁচিল টপকে বাড়িতে অন্য কোনও জন্তু ঢুকে পড়ার সম্ভবনা নেই। তা হলে সত্যই কি ওটা কোন কুকুরেরভূত। যদিও এর কোনও সদত্তর পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে মেলবোর্নে। ইউটউবে পোস্ট করা সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়।