মানবাধিকার সংগঠনের পূর্ব মেদিনীপুর ইউনিটের উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবির !
BAHRS GLOBAL NEWS, 18 JUL 2020 বিকাশ সিং , পূর্ব মেদিনিপুর : ‘মানুষ মরে মরে না মানবতা’ – মানিক বন্দ্যোপাধ্যায় এর এই মহান উক্তিকে সার্থকতা প্রদান করলেন হিউম্যান রাইটস বি এ এইচ আর এস এর পূর্ব মেদিনীপুর ইউনিট সম্পাদক তাপস মহাপাত্র, কার্যকরী কর্তা মধুসূদন দাস অধিকারী, কার্যকরী কর্তা লাতিবুর রহমান খান এবং অন্যান্য সুদক্ষ সংগঠক।
আজ মানবাধিকার সংগঠনের রামনগর ইউনিটের পক্ষ থেকে সংগঠিত রক্তদান শিবির এবং করোনা সচেতনতা শিবিরে এলাকার জনগণের,এবং রামনগর থানা পুলিশের সতস্ফুর্ত সাড়া পাওয়া যায়। পঞ্চাশের ও বেশি মানুষ এই শিবিরে রক্তদান করেন।
সংগঠনের পক্ষ থেকে রামনগর থানার পুলিশ এবং স্থানীয় বিধায়ক অখিল গিরি মহাশয় কে সঙ্গে নিয়ে এলাকার সাধারণ মানুষকে এবং ব্যবসায়ীদের মাস্ক , স্যানিটাইজার বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার তীর্থঙ্কর মুখার্জি এবং এলাকার এমএলএ অখিল গিরি।