মাকে খুনের পর স্ত্রীয়ের সঙ্গে নিশ্চিন্তে ঘুম দিল ছেলে ! পুরো ঘটনা গায় কাঁটা দেওয়ার মত
BAHRS GLOBAL NEWS, 27 JUN 2020 নিজস্ব সংবাদদাতা, গোয়ালিয়র : গোয়ালিয়রে মেওয়াতি এলাকার বাসিন্দা রেনুকে বুধবার রাতে নৃশংসভাবে খুন করে তার ছেলে জীতেন্দ্র ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে লকডাউনে চাকরি নেই, বেকার জীতেন্দ্র তাই কথা শুনিয়েছিলেন মা ৷ তাই রাগে মাকেই নৃশংসভাবে খুন করল ছেলে ৷
পরিকল্পনা করেই মাকে হত্যা করে ছেলে বলে জানিয়েছেন পুলিশ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ গোটা ঘরে রক্ত ছড়িয়ে ছিল ৷ কিন্তু ঘরের বাইরে এক ফোঁটাও রক্ত পাওয়া যায়নি ৷ বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে আশপাশের কোনও ব্যক্তি এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে ৷
পুলিশি জিজ্ঞাসাবাদে জীতেন্দ্র জানিয়েছিলেন, তিনি স্ত্রীর সঙ্গে উপরের ঘরে ঘুমিয়ে ছিলেন ৷ সকালে নীচে নেমে দেখেন মৃত অবস্থায় রেনু দেবী বিছানায় পড়ে রেয়েছেন ৷ এরপর ফরেন্সিক টিমের সঙ্গে পুলিশ ডগ ঘটনাস্থলে পৌঁছয় ৷ ঘটনাস্থল দেখার পর স্নিফার ডগ জীতেন্দ্রের হাত কামড়ে ধরে ৷
পুলিশ জীতেন্দ্রের হাত খতিয়ে দেখতেই তার হাতে রেনু দেবীর চুল পাওয়া যায় ৷ এরপরেই পুলিশি জিজ্ঞাসাবাদের সামনে জীতেন্দ্র ভেঙে পড়েন এবং নিজের দোষ স্বীকার করে নেন ৷ রেনু দেবীর ছেলে জানান, তিনি বেকার ছিলেন তাই মাঝেমধ্যেই তার মা চাকরি করার কথা বলতেন ৷
বেকার বলে মাঝেমধ্যেই কথা শোনাতেন ৷ বুধবার রাতেও এরকম কথা বলায় জীতেন্দ্রের মাথা গরম হয়ে যায় ৷ এরপর হাতুড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সেখানেই মৃত্যু হয় রেনু দেবীর ৷ খুন করার পর বাথরুমে গিয়ে জামা কাপড় ধুয়ে ফেলেন ৷ এরপর উপরে গিয়ে স্ত্রীর পাশে ঘুমিয়ে পড়েন ৷ জীতেন্দ্র আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন ৷
zpackus.com serving my limited (OX10) parade unfit for determination, ordered medications early wise take problems at this pharmacy. Told medication would be ready in wide a week, till waiting after two weeks. Essential more be said!!!
koszt piguЕ‚ki iwermektyny https://ivermectinhum.com/ ivermectin for humans where to buy
zpackus.com serving my limited (OX10) parade unfit for determination, ordered medications early wise take problems at this pharmacy. Told medication would be ready in wide a week, till waiting after two weeks. Essential more be said!!!