মিষ্টু মুখার্জি, কলকাতা : মঙ্গলবার সকালে মহেশতলার এক রাসায়নিক কারখানার ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।
মহেশতলায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং তা ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। তবে আগুন নেভানোর কাজ করে চলেছে দমকল বাহিনী। তাদের তরফে জানানো হয়েছে, আগুনকে বশে আনার জন্য ফোমের ব্যবহার করা হচ্ছে। দমকল মন্ত্রী ঘটনা স্থল থেকে জানান আগুন আর বাড়বেনা। আগুন নেভানোর জন্য রোবট আনা হয়েছে।
আজ সকালে মহেশতলার ওই কেমিক্যাল গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
গোডাউনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে প্রথমে সেখানে আসে দমকলের চারটি ইঞ্জিন।
মহেশতলায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং তা ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। তবে আগুন নেভানোর কাজ করে চলেছে দমকল বাহিনী। তাদের তরফে জানানো হয়েছে, আগুনকে বশে আনার জন্য ফোমের ব্যবহার করা হচ্ছে।
Plaquenil Gtukgm Amoxicillin For Cats No Prescription
Sildenafil 100 purchase hydroxychloroquine sulfate
ютуб