মহারাষ্ট্রে করোনা আক্রান্ত দশ হাজার ছাড়ালো, দেশজুড়ে মারণ ভাইরাসের কবলে ৩৫ হাজার মানুষ
BAHRS GLOBAL NEWS, 01 MAY 2020 তীর্থঙ্কর মুখার্জি, নয়াদিল্লি : বর্তমানে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮৬২ জনে গিয়ে পৌঁছল। সবমিলিয়ে মারা গিয়েছেন ১১৫৪ জন। এবং রোগ সারিয়ে সুস্থ হয়েছেন ৯০৫৯ জন। এই মুহূর্তে ২৪৬৪৬ জন সুস্থ হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।
শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৫৮৩ জন বেড়ে গিয়ে ১০ হাজার ৪৯৮ জনে পৌঁছেছে। এবং সবমিলিয়ে মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৪৫৯ জন। এবং শরীর সুস্থ হয়েছেন ১৭৭৩ জন।
মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মুম্বইয়ে। সেখানে ৭০৬১ জন আক্রান্ত এবং মারা গিয়েছেন ২৯০ জন। এরপরই রয়েছে পুনে। সেখানে আক্রান্ত ১২৪৮ জন এবং মারা গিয়েছেন ইতিমধ্যে ৮৮ জন। এছাড়াও থানে জেলায় ৯৪৩ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন ১৬ জন।
মহারাষ্ট্রের নাসিক, পালঘর, নাগপুর, ঔরঙ্গাবাদ জেলায় আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও সোলাপুর, ইয়াবতমলে আক্রান্তের সংখ্যা একশোর দিকে এগিয়ে চলেছে।