পিয়ালী সিনহা, কলকাতা : ফের পড়তেশুরু করেছে পারদ। মঘলবারের পর তাপমাত্রা কমল বুধবারেও। আগামী দুদিন তাপমাত্রা কমার সম্ভয়াবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর। আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যে ঢুকছে উত্তরে হাওয়া।