অমিত শর্মা, নয়া দিল্লি : রাজস্থানের চিতোরগড়ের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে প্রাণ হারাল ১০ জন। আশঙ্কাজনক অবস্থায় আরও বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার সন্ধেয় মধ্যপ্রদেশ থেকে একটি যাত্রীবোঝাই জিপ রাজস্থান অভিমুখে আসছিল। উদয়পুর-নিম্বাহেড়া সড়ক দিয়ে আসার সময়ে ওই জিপটিকে সজোরে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসতে থাকা একটি ট্রেলার। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
Plaquenil Nufegy