BAHRS GLOBAL NEWS, 31 MAR 2020 নিজস্ব সংবাদদাতা, রামপুর হাট : সোমবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল তারাপীঠ মন্দির চত্বরে। এদিন রাত ৯ টা নাগাদ মন্দিরের জেনারেটর রুম থেকেই অগ্নিকান্ড ঘটে। আগুনের ধোঁয়া মন্দিরের সেবায়েত ও নিরাপত্তারক্ষীরা প্রথমে দেখতে পান। এরপরেই তরিঘরি তারাই খবর দেন দমকলে।