BAHRS GLOBAL NEWS, 27 JUL 2020 তীর্থঙ্কর মুখার্জি, নয়া দিল্লি : মুম্বাই ,নয়ডাতে করোনা পরিক্ষার নয়া মেশিন “কোভাস” উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধনে উপস্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই কোবাস মেশিনে আরো বেসি টেস্ট করা জাবে। তিনি বক্তব্যে বলেন ভারতে তিন লাখ ভেন্টিলেশন। অপরদিকে সেরামে তৈরি করোনা ভ্যাক্সিন ৫০ শতাংশ পাবে ভারত।
প্রতিদিন ১০ লক্ষ করোনা টেস্টের লক্ষ্য মাত্রা কেন্দ্রের। টিকাকরন প্রকল্পে ভ্যাক্সিন কিনবে ভারত। ভ্যাকসিনের দাম ১০০০ টাকার কম। ভারতে বিনামুল্যে করোনা ভ্যাক্সিন। বিশ্বের সবথেকে বড় ভ্যাকসিন প্রস্তুত কারক সংস্থা সেরাম এই ভ্যাক্সিন তৈরি করেছে।
তবে ভারতে থার্ড ট্রায়াল এখনো বাকি তাই আগস্টের আগে এই ভ্যাকসিন পাওয়া যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু এই করোনা ভাইরাস যে ভাবে তাঁর চরিত্র বদলাচ্ছে এই ভ্যাকসিন সংক্রামণ প্রতিরোধে কতোটা সফল হয় এখন সেই অপেক্ষায় থাকা।
এইদিকে আজকের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভা থেকে বাংলার আমফান ও করোনার বকেয়া টাকা গুলোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী পুণরায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।