ভারতে নতুন করে রেকর্ড গরল করোনা, ২৪ ঘন্টায় সংক্রামিত ৭০ হাজার ! মৃত প্রায় ১০০০
অমিত শর্মা , নয়া দিল্লি : ভারতে নতুন করে রেকর্ড গরল করোনা। এই প্রথম দেশে একদিনে সংক্রমণ ৭০ হাজার কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৯ হাজার ৬৫২ জন নতুন করে করোনা সংক্রমিত হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৯৭৮ জনের। যার জেরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩৮৬৬।
স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার ৭৩.৬৪ শতাংশ৷ এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৩৭ হাজার ৮৭০ জন৷ অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৬ হাজার। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ হাজার ৭৪২ জন। কর্নাটকে ৭ হাজার ৬৬৫ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে৷
সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৬১ জন৷ সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৩৮৭ জন৷ ১৩৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭০৯ জন৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৬২ জন৷ সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৮৫০ জন৷ মৃতের সংখ্যা ১২১৷
এদিকে কেন্দ্রের রিপোর্ট বলছে, ভারতে মোট করোনা আক্রান্তের কমপক্ষে ৬০ শতাংশ পাঁচ রাজ্যে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও উত্তরপ্রদেশে। ভারতে করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ৬ লক্ষ ২৮ হাজার ৬৪২ জন সংক্রামিত। মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১৩ হাজার ১৬৫টি পজিটিভ কেস ধরা পড়ে। শুধু এদিনই মৃত্যু হয়েছে ৩৪৬ জনের।
well built and handsome.
it feels a little sportier/clunkier (to me
актуальное зеркало 1ХБЕТ: 1ХБЕТ зеркало рабочее сегодня сейчас