ভারতে গত ২৪ ঘন্টার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ! পরিসংখ্যান এক্নজরে
BAHRS GLOBAL NEWS, 14 MAY 2020 তীর্থঙ্কর মুখার্জি, নয়া দিল্লি : বিশ্বস্বাস্থ্য সংস্থা এদিন জানিয়ে দিয়েছে যে করোনার দংশনের সঙ্গে মানিয়ে নিয়েই এবার থেকে জীবনধারণ করতে হবে এমন পরিস্থিতিতে ভারতে গত ২৪ ঘন্টার করোনার পরিসংখ্যান উদ্বেগজনক।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮,০০৩ জন। সকাল ৮ টার বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে মৃতের সংখ্যা ২৫৪৯ জন। দেশে অ্যাকটিভ কেস রয়েছে ৪৯,২১৯ জনের।
গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭২২ জন। নতুন করে ২৪ ঘন্টায় ১৩০ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে । এই পরিসংখ্যান যে যথেষ্ট উদ্বেগজনক তা বলাই বাহুল্য।
ধীরে ধীরে করোনার দ্বিগুন হওয়ার দিনের সংখ্যা বাড়ছে। অর্থাৎ আগে যেখানে ১০.৯ দিনে করোনার আক্রমণ দ্বিগুন হচ্ছে।
দেশের ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ২৪ ঘন্টায় একটিও করোনা আক্রান্তের খবর মেলেনি। এদিন একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্রশাসিত অঞ্চলে এই পরিসংখ্যান ঘিরে নি:সন্দেহে আশার আলো দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।