ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত অরুণাচল প্রদেশ,উদ্ধার চিনে তৈরি ড্রোন ! নিকেশ ৬ জঙ্গি
BAHRS GLOBAL NEWS, 11 JUL 2020 নিজস্ব সংবাদদাতা,অরুণাচল : ভারতীয় সেনার কাছে খবর ছিল অস্ত্র-সহ ডেরা বেঁধেছে জঙ্গিরা। তিনসুকিয়ার ৫০ কিমি পূর্বে অরুণাচলের তিরাপের খোনসা এলাকায়। জঙ্গিদের খোঁজে দুই কলাম অসম রাইফেলস নামানো হয়।
অরুণাচলের লংডিং জেলার এনগিনু গ্রামে সেনা অভিযান চালানোর সময় ভোর ৪.৩০ নাগাদ এনএসসিএন(আইএম) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ হয়। সেই গুলি যুদ্ধে ৬ জঙ্গির মৃত্যু হয়েছে। একইসঙ্গে ৪ টি একে ৪৭ রাইফেলস এবং চিনে তৈরি ড্রোন উদ্ধার করা হয়েছে। অস্ত্র ছাড়াও জঙ্গিদের কাছে থাকা যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদও উদ্ধার করা হয়েছে।
জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে অসম রাইফেলসের এক জওয়ান আহত হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আশপাশের এলাকায় আর কোনও এনএসসিএন (আইএম) জঙ্গি লুকিয়ে আছে কিনা, তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।