বড় সাফল্য পেল রায়গঞ্জ পুলিশ জেলা, আনুমানিক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ আটক ১!
পিয়ালী সিনহা, রায়গঞ্জ : জেলা থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য ব্যবসায়ীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ প্রশাসন। এবার আরো একটি বড় সাফল্য পেল রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক এর হেমতাবাদ থানা।
গোপন সূত্রের ভিত্তিতে হেমতাবাদ থানার পুলিশ দল শনিবার রাতে লক্ষীডাঙ্গা মোড় এলাকা থেকে ২৬ বছর বয়েসি নাজিমুদ্দিনকে ৫০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার করে। ৫০ গ্রাম ব্রাউন সুগারের সাথে ধৃতের কাছ থেকে একটি বাইক ও মোবাইল উদ্ধার হয়েছে বলে জানায় হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ির বালুফারা এলাকায়।
রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যসপ্রিত সিং জানিয়েছেন, গোপন সুত্রের খবরের ভিত্তিতে হেমতাবাদ থানার পুলিশ ৫০ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তি আটক হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। জেরায় জানা গিয়েছে, কালিয়াচক ও মহিপুর এলাকা থেকে ওই ব্যক্তি ব্রাউন সুগার কিনে এলাকায় ব্রাউন সুগারের ব্যবসা চালাতো।