BAHRS GLOBAL NEWS, 28 MAY 2020 নিজস্ব সংবাদদাতা, নয়া দিল্লি : পুলিশের কাছে খবর ছিল জঙ্গিরা বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঘুরছে। কোনও একটি জায়গায় গাড়ি বোমা হিসেবে বিস্ফোরণের ছক করছে। এরপরেই গাড়ির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।
এরপরেই বুধবার রাতে পুলওয়ামায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উদ্ধার করে। তল্লাশি চালানোর সময় সন্দেহজনক গাড়িটি এসে পড়ে। সেই গাড়ি থেকে কয়েক রাউন্ডগুলিও চালানো হয়। এরপর গাড়ির মালিক গাড়িটি ফেলে রেখে উধাও হয়ে যায়।
পুলিশ এরপর গাড়ির ভিতরে তল্লাশি চালায়। গাড়ির মধ্যে সিটের তলায় একটি ড্রামের মধ্যে বিস্ফোরকে সন্ধান মেলে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। পরে গাড়িটিসহ বিস্ফোরণ ঘটানো হয়।
তদন্তে পুলিশ জানতে পেরেছে গাড়িটিতে যে নম্বর প্লেট ছিল তা একটি স্কুটারের। যা জম্মুর কাঠুয়ার বলে জানা গিয়েছে। এনআইএ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।