ব্রাউন সুগারে আসক্ত হয়ে নেশার টেবিলেই একে অপরকে লক্ষ করে গুলি! দু’জনই আশঙ্কা জনক
প্রজয় চক্রবর্তী, রায়গঞ্জ : রবিবার রাত ১০টা নাগাদ নেশার টেবিলে বচসায় জড়িয়ে পড়ে দুজন দুজনকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করে। সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দুজন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের ভাটোল গ্রামে। গুলির শব্দে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।
এরপর রাতেই স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ব্রাউন সুগারে আসক্ত ওই জখম দুজন হলেন ২৬ বছর বয়েসী সানুয়ার হোসেন ও ২৪ বছর বয়েসী গুল মহম্মদ। এদের দুজনের বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটোল সংলগ্ন তাজপুর এলাকায়।
ঘটনার পরেই তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটোল ফাড়ির পুলিশ। তবে রবিবার রাতেই দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক।