সৌভিক সান্যাল, রায়গঞ্জ : শনিবার সন্ধ্যায় এক সমাজসেবির অভিযোগ পেয়ে রায়গঞ্জ রেল স্টেশন থেকে রায়গঞ্জ রেল পুলিশ আটক করে ২১ জন কিশোর ও ৪ জন কিশোরী সহ এক প্রধান শিক্ষক সহ ৪ ব্যক্তিকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও চাইল্ড লাইন কর্তৃপক্ষ। পাচারকারী ৪ জন ব্যক্তির মধ্যে প্রধান শিক্ষক সহ দুজন পুরুষ ও দুজন মহিলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাশিকাপুর কলকাতা এক্সপ্রেস রায়গঞ্জ স্টেশনে আসার পর এক সমাজকর্মীর নজড়ে আসে কিছু কিশোর কিশোরী স্টেশন চত্তরে জড়ো হয়েছে। তাঁদের সাথে ছিল অভিযুক্ত প্রধান শিক্ষক। এরপরেই পুরো বিষয়টি সন্দেহ হলে খবর দেন রেল পুলিশে। এরপর রেল পুলিশ ও রায়গঞ্জ থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করতেই অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের কথায় অসঙ্গতি পায়।

এরপরেই কিশোর কিশোরীদের পরিবারের তথ্য সংগ্রহ করে পরিবারের লোকেদের খবর দেবার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। এতবরো পাচার চক্রের ঘটনায় শনিবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ স্টেশন এলকায়।