প্রজয় চক্রবর্তী, রায়গঞ্জ : রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনস্ত স্টেট আরবান ডেভেলপমেন্ট অধীনে অফিস স্টাফদের কর্মবিরতি কর্মসূচী ৪ দিনে পরল। এদিন রায়গঞ্জ পৌরসভার মাতৃসদন হাসপাতালের মুল গেটের বাইরে ফ্লেকাট নিয়ে বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি কর্মসূচী পালন করে।
আন্দোলনকারীদের তরফে মাতৃসদনের ম্যানেজার জয়দেব দাস জানান, রাজ্য সরকার রাজ্যজুড়ে পুরসভার নিয়ন্ত্রনে থাকা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বেতন বাড়ালেও অফিস স্টাফদের বেতন বৃদ্ধি করেনি। বেতন বৃদ্ধি না করলে আরো বৃহত্তরো আন্দলের পথে হাঁটবে বলেও জানান। তিনি আরো জানান আমাদের কর্মবিরতি কর্মসূচী একদমি অরাজনৈতিক।