তীর্থঙ্কর মুখার্জি, পুরুলিয়া : পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের নির্ভয়পুর গ্রামের এক টোলার বাসিন্দা জলধর শবর। বৃহস্পতিবার তিনি জঙ্গল থেকে মাটির নীচের কিছু মূল আনেন। সেগুলো সিদ্ধ করে তিনি ও পরিবারের অন্যান্য রা খান। এর পরই সবার বমি শুরু হলে সবাইকে ভর্তি করা হয় পুঞ্চা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

সেখানেই মারা যান ৬২ বছর বয়সী জলধর শবর। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা ধীন পরিবাবের আরো ৪ জন সদস্য। একজনের বয়স মাত্র দেড় বছর। পরিবারের দাবী ঐ মূল সিদ্ধ খেয়েই তাদের এই অবস্থা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবী ময়না তদন্ত না করে এমন সিধান্ত করা ঠিক না। ময়না তদন্তে সব কারণ জানা যাবে।