তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : সারা বিশ্বে ছড়াচ্ছে নতুন আতঙ্ক করোনা স্ট্রেইন। ইতি মধ্যে ব্রিটেন জুড়ে নতুন করে জারি হয়েছে লকডাউন। এরই মধ্যে লন্ডন থেকে কলকাতায় আসা দুই যাত্রীর কোভিড পজিটিভ ধরা পড়ায় নতুন করে উদ্বেগ বাড়ল রাজ্যে। এই পরিস্থিতিতে এই দুজন আক্রান্তের শরীরে যদি নয়া কোভিড স্ট্রেইন মেলে, তবে নতুন করেই যুদ্ধ শুরু করতে হবে, মানছেন স্বাস্থ্যকর্মীরা।
ওই দুজনের শরীরে করোনা সক্রিয়। সঙ্গে সঙ্গেই ওই দুই ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের একজন কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন, অন্যজন রয়েছেন রাজারহাট ভর্তি সিএমসিআই-এ। শনিবার লন্ডন থেকে কলকাতা আসে একটি যাত্রীবোঝাই বিমান।
তাঁর মধ্যে দুজনের কাছে আরটিপিসিআর রিপোর্ট ছিল না এরপরেই তাঁদের করোনা টেস্ট হয় এছড়াও অন্যান্য বিমান যাত্রীর রুটিন টেস্ট হয়। সূত্রের খবর তাঁদের লালারসের রিপোর্ট পুণেতে পাঠানো হয়েছে। ওই বিমানে আসা বাকি যাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এই নিয়ে ৬ জন লন্ডন ফেরত যাত্রীর শরীরে মিলল করোনা ভাইরাস। তবে এবার পরিস্থিতি অন্য রকম।
It’s hard to come by experienced people about this
subject, however, you sound like you know what you’re talking about!
Thanks https://www.creativelive.com/student/william-derr?via=accounts-freeform_2
buy direct ivermectin india ships to usa https://ivermectinovercounter.com/